ফোকাস নিউজ:: সিলেট নগরীর যতপুরে মুক্তিযোদ্ধার পরিবার ও ক্যান্সার রোগীর উপর প্রতি পক্ষের হামলায় ননী গোপাল (৫৫) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন। আহত বৃদ্ধ যতপুর নবপুষ্প ১২নং বাসার মৃত বীর মুক্তিযোদ্ধা নরেশ পুরকায়স্থ পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে এক পক্ষ পারুল মজুমদার অন্য পক্ষ দীবারানী দে এ সূত্রপাতকে কেন্দ্র করে গত ১৮ আগষ্ট শনিবার সন্ধ্যায় পারুল পক্ষের লোক যতপুর পুকুর পাড়ে প্রতি পক্ষ শংকর ভট্রাচার্য ননী গোপালকে পেয়ে অর্তকিত ভাবে দেশী অন্ত্র দিয়ে মাতায় আঘাত করলে সাথে সাথে ননী গোপাল মাঠিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আরো জানাযায় ননী গোপাল সিলেট রোডর্স এন্ড হাইওয়ে অফিসের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার।
এব্যাপারে আহতের ছোট ভাই নারায়ন পুরকায়স্থ ফনি মামলার প্রস্তুতি চলচ্ছে বলেন জানান।
এ ঘটনায় সোবাহানীঘাট ফাড়ি ইনচার্জ কামাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটু বিলম্বে আমাকে ফোনে বিষয়টি অবগত করা হচ্ছে, লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply