ফোকাস নিউজ:: দেশে বিরাজমান ছাত্র আন্দোলন এবং পরিবহন ধর্মঘটের ফলে সৃষ্টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
রোববার বিকালে এফবিসিসিআই মিলনায়তনে দেশের বর্তমান পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি শফিউল আলম মহিউদ্দিন।
তিনি বলেন, গত ২৯ জুলাই বাস দুর্ঘটনায় দুইজন কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা মর্মাহত। তাদের মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সমাজের সকল পেশার মানুষের মতো আমরা প্রথম থেকে নৈতিকভাবে সমর্থন করে আসছি।
এফবিসিসিআই বলেন, কিন্তু গত এক সপ্তাহ ধরে ছাত্র আন্দোলন এবং এ আন্দোলন থেকে উদ্ভূত পরিবহন ধর্মঘটের কারণে দেশের জনগণের স্বাভাবিক জীবন যাত্রা চরমভাবে ব্যহত হচ্ছে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক বিবেচনায় এটা অত্যন্ত ক্ষতিকারক।
তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ী সমাজ স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবহন ব্যহত করে এমন ধর্মঘট বা আন্দোলনকে সমর্থন করিনি, আগামীতেও করব না।
বিশেষ করে আন্দোলনকে কেন্দ্র করে দূরপাল্লার বাস ভাঙচুর এবং আওয়ামী লীগ অফিসে ভাঙচুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে সহিংসতা ঘটেছে তা কোনভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন শফিউল আলম।
তিনি বলেন, ‘কোরবানির ঈদের পূর্বে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি থাকলে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। এতে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানে সমস্যা না ঘটে সে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করি।’
এফবিসিসিআই সভাপতি বলেন, চলমান আন্দোলন দেশের বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, জনগণের কল্যাণে এবং জাতীয় উন্নয়নে যে কোনো বিষয়কে আলোচনার মাধ্যমে সমাধানই সর্বোত্তম পন্থা বলে ব্যবসায়ী সমাজ মনে করে। তাই ছাত্র-ছাত্রীদের ঘরে ফেরার এবং পরিবহন শ্রমিকদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply