ফোকাস নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের পাশে উদগল হাওর থেকে আনুমানিক ৩৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২ টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে সরমঙ্গল গ্রামের পশ্চিমদিকে হাওরে একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে জানায়। পরে দিরাই থানা পুলিশ সেখানে গিয়ে ভাসমান অবস্থা অজ্ঞাতনামা ঐ ব্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply