ফোকাস নিউজ :: উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নিন্মাঞ্চলের অসহায় বন্যার্তদের পাশে দিন কাটালেন উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমদ।
অব্যাহত ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী দিনব্যাপী উপজেলার উত্তর এবং দক্ষিণ রণিখাই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে এবং অসহায় প্রতিবন্দ্বিদের মাঝে নগদ অর্থ তুলে দেন।
এর মধ্যে উত্তর রনিখাই ইউনিয়নের লাকিরবাসা, রায়পুর, কাকুরাইল, নলীরকান্দি, বেকীমুরারপার, এবং লোভাহাওর পিপড়াখাই গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন। এছাড়া মনুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি। এসময় সেখানেও বন্যার্তদের মাঝে আর্থিক অনুদান তুলে দেন শামীম। তাছাড়া তিনি অসুস্থ কয়েকজনের চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করেন।
Leave a Reply