ফোকাস নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে দুটি বড় বেড় জাল আটক করা হয়েছে। যার আনুমানিক মুল্য ২লক্ষাধিক টাকা।
স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন শনির হাওরে গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার বেলা সাড়ে ১২টার সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর যৌথ ভাবে শনির হাওরে অভিযান পরিচালনা করলে এই সময় তাদের উপস্থিতি টের পেয়ে হাওরে মাছ ধরা অবস্থায় দুটি বড় বেড় জাল ফেলে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারে নি। আটক দুটি বড় বেড় জালের আনুমানিক মূল্য প্রায় দু-লক্ষাধিক টাকা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক জাল গুলো আমাদের হেফাজতে রয়েছে। এ উপজেলার হাওরে অবৈধ ভাবে কোনা জাল,বেড় জাল,কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সাথে যারা জরিত থাকবে তাদের বিরোদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply