ফোকাস ডেস্ক :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার আগমুন্দিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে।
স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেললাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পান। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখে ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকায় রেল লাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেটি ময়নাতদন্ত শেষে জানা যাবে।
Leave a Reply