ফোকাস ডেস্ক:: গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে জামালপুরে বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে ৩৭ সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় যমুনা নদীর পূর্বপাড়ের বন্যা নিয়ন্ত্রণের পাইলিং বাঁধের নিঁচু স্থান দিয়ে পানি ঢুকছে। ফলে যমুনা ঘেষা দক্ষিণ চিনাডুলীর দেওয়ানপাড়া গ্রাম ও ডেবরাইপ্যাঁচ বাজারের দোকানপাট ও জনবসতি এলাকায় তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল সকাল থেকে পানির স্রোতে যমুনা তীর ঘেষা দেওয়ানপাড়া এলাকার তোতা বেপারি, শাহজাদা বেপারি, লাল মিয়া, রেজাউল ইসলাম ও শাহীন মিয়ার পাঁচটি বসতঘর পানির তোড়ে ধ্বসে পড়েছে। স্থানীয় পুইয়াকাটা খাল ঘেষা ডেবরাইপ্যাঁচ বাজারের ২৯টি দোকান মালিক ভাঙন আতঙ্কে রয়েছেন।
পানির প্রবল স্রোতে পুটিয়াকাটা খালের ওপর নির্মিত ডেবরাইপ্যাঁচ বাজার-ইসলামপুর সড়কের বড় সেতুটির এপ্রোজের মাটি ও বালির বস্তাও ধসে পড়ছে। স্থানীয়রা ঘরবাড়ি, মালামাল ও গবাদিপশু অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বন্যার পানি বৃদ্ধি ফলে চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনাডুলী উচ্চ বিদ্যালয়, মহিলা দাখিল মাদ্রাসা, ড্যারাইপ্যাচ সরকারী প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় নবনির্মিত রিং বাঁধটি ভেঙে চলনবিল অঞ্চলের ৮ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ ও গো-বাথান। ফলে কৃষকরা তাদের গবাদিপশু বাড়িতে নিয়ে রেখেছেন।
কাঁচা ঘাসের মাঠ ডুবে যাওয়ায় গো-খাদ্যের দাম বস্তাপ্রতি ২-৩শ’ টাকা বেড়েছে। ফলে এ অঞ্চলের গো-খামার মালিক ও কৃষকরা গবাদিপশুর খাদ্য নিয়ে চরম বিপাকে পড়েছেন। স্থানীয়রা বলছেন, এ বাঁধ কেটে দেয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় দেড় কোটি টাকা জলে গেছে।
এ ব্যাপারে পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারী বলেন, কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের তৈরি লো-হাইড রিং বাঁধ নির্মাণে অত্যন্ত ক্ষুব্ধ। প্রতিবছরই এ এলাকার কৃষক বাঁধ ভাঙার আতঙ্কে থাকে।
Leave a Reply