ফোকাস নিউজ:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আমড়াখাই গ্রামের কালী কুমার দাসের ছেলে লিটন মিয়া ওরফে শ্রীকৃষ্ণ (২৪), একই থানার নোয়াপাড়া গ্রামের মফিজ আলীর ছেলে রুহেল মিয়া (২২) ও বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮)।
জানা যায়, বুধবার রাতে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও এএসআই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল পেছনে ধাওয়া করে চুরি করা মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এ ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের ৪ অক্টোবর বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply