ফোকাস নিউজ:: সিলেটের জকিগঞ্জ পৌর কাউন্সিলর শাহাবুদ্দিন শাকিলকে পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় ব্রাম্মণবাড়িয়ার সরাইলে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার করে অসুস্থ শাকিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জের সাংবাদিক এম আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় তাঁর বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সাধারণ ডায়েরি করেছেন। নজরুল জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল রাতের খাবার খেয়ে সালিস বৈঠকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
Leave a Reply