ফোকাস নিউজ ডেস্ক::ছাতকে ফারুক আহমদ নামের এক ব্যাক্তির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপজেলার উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইউনিয়নের আমেরতল গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মাওলানা ফজলুর রহমান, ইউপি সদস্য শামসুল হুদা, জালাল উদ্দিন, আব্দুল হামিদ, মুরব্বী মকবুল আলী, শুকুর আলী, আব্দুর নুর, মাসুক মিয়া, মুজাম্মিল আলী, ফয়জুল হক, চান মিয়া, তোতা মিয়া, আব্দুর রশীদ, মফিজ আলী, ছইদুল হক, মাওলানা আব্দুল হাই, খলিল আহমদ, আব্দুল মমিন, আজিজুর রহমান, আব্দুল হক, আবুল কালাম, কয়ছর আহমদ, আল আমিন, রজব আলী, সোহেল মিয়া।
উপস্থিত ছিলেন- মোফাজ্জল হুসেন, আছমত আলী, রফিক মিয়া, মোশাহিদ মিয়া, আব্দুল কাদির, কবির আহমদ, আনোয়ার হুসেন, আব্দুস সালাম,হারুন মিয়া, নাছির উদ্দিন, ইসলাম উদ্দিন, কমর আলী, সাদ্দাম হুসেন, জসিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের উত্তর খুরমা ইউনিয়নের সন্তান ফারুক মিয়ার নৃশংস হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত অপরাধীদের আড়াল করে রাখার উদ্দেশ্যে তৃতীয় পক্ষের একটি কুচক্রি মহল নীল নকশা করতেছে।
তারা এসবের নিন্দা জানিয়ে ফারুক মিয়ার প্রকৃত হত্যাকারিদের শাস্তির দাবি জানিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
Leave a Reply