মৌলভীবাজার প্রতিনিধি:: চাকুরী নিয়মিত করন, অতিরিক্ত কাজের চাপ কমানো ও চাকুরীচ্যুতদের পূর্ণ:বহালের দাবীতে মৌলভীবাজারে অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জাররা কর্মীরা।
এই দাবীতে অনিদিষ্ট কর্মবিরতী পালন করতে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কার্যলয়ে সামনে অবস্থান নিয়েছেন তারা। এসময় তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।
মানববন্ধনে তারা চাকুরী নিয়মিত করণ, কাজের চাপ কমানো, চাকুরীতে কর্মরতদের হয়রানী বন্ধ করা, চাকুরীচ্যুতদের পূর্নবহালসহ বিভিন্ন দাবী জানায়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুত এর মিটার রিডার কাম মেসেঞ্জার আসাদুজ্জামান এর সভাপতিত্বে এক সমাবেশে তারা বলেন, আগে তারা মিটার রিডার অথবা মেসেঞ্জার যেকোন একটি পোস্টে দায়িত্বে ছিলেন। কিন্তু বর্তমানে তাদের দুটি পোস্ট মিলিয়ে একসাথে করায় তাদের কাজের চাপ অনেক বেশী হয়ে গেছে। এখন দুজনের কাজ একজন করতে হচ্ছে। সময়মত কাজ করতে না পারলে তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে।
Leave a Reply