আন্তর্জাতিক ডেস্ক:: গ্রিসের এথেন্স থেকে ৪০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী মাটি এলাকায় ভয়াবহ দাবানলের আঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৬ শিশুসহ অন্তত ১০৪ জন। উদ্ধার অভিযান ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেখানে হাজার হাজার দমকল কর্মীরা কাজ করছে বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। আগুন রাজধানী এথেন্স পর্যন্ত পৌঁছে যাওয়ায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
দাবানলে হাত থেকে বাঁচতে দেশটির সরকার আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন বলে জানিয়েছে ‘ফক্স নিউজ’। অধিকাংশ ভুক্তভোগী সমুদ্র উপকূলে পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে বলেও গণমাধ্যমটি দাবি করেছে
সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস এক বিবৃতিতে বলেন, অন্তত ১০জন পর্যটকের খোঁজে অনুসন্ধান চলছে। যারা দাবানলে ভয়ে পালিয়ে গেছে। আর মানবিক দৃষ্টিকোন থেকে আমাদের যা করার আমরা সবটুকুই করব। উদ্ধার কর্মীরা পরিস্থিতিকে অত্যন্ত জটিল দাবি করায় তিনি বসনিয়ায় তার সরকারি সফর সংক্ষিপ্ত করছেন বলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
Leave a Reply