স্পোর্টস ডেস্ক:: হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। রোববার গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডে জিতে উজ্জীবিত বাংলাদেশ দল। এবার চোখ সিরিজ জয়ের দিকে। বুধবার বাংলাদেশ সময় রাত ১২.৩০ মিনিটে একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে টাইগাররা। আর স্পিন সহায়ক গায়ানার মাঠে ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
গায়ানার মাঠে কখনও হারেনি বাংলাদেশ। এই মাঠে প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। দীর্ঘদিন পর জয়ের ধারায় ফেরা বাংলাদেশের পক্ষে সেটা সম্ভব বলে মনে করেন সাকিব। কারণ গায়ানার স্পিন সহায়ক উইকেট, ‘গায়ানায় আমাদের সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে। কারণ এটা ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উইকেট যা স্পিন সহায়ক। এখানে আমাদের রেকর্ডটাও ভাল।’
তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে মরিয়া টাইগাররা। তবে সেই সাথে সতর্কও সাকিব। কারণ, স্বাগতিকরাও সিরিজ বাঁচাতে মরিয়া, ‘আমরা আগামী কালই (বুধবার) সিরিজ নিশ্চিত করতে চেষ্টা করব। কিন্তু একই সাথে মনে রাখতে হবে তারা ঘুরে দাঁড়াতে উদগ্রীব।’
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে জ্বলে উঠেছেন দলের সিনিয়র খেলোয়াড়রা। সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবাল। সাকিব করেছিলেন ৯৭ রান। মুশফিকও এদিন ৩০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছিলেন। আর বল হাতে দারুণ সফল ছিলেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। উইকেট পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেনও বল হাতে ছিলেন সফল।
Leave a Reply