আন্তর্জাতিক ডেস্ক:: পূর্ব ইউরোপের ক্রিমিয়ার কার্চ অঞ্চলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, গ্যাসের কারণে ওই বিস্ফোরণ ঘটে। জরুরী বিভাগের উদ্ধৃতি দিয়ে তারা বলে, এতে প্রায় ৪০ জন আহত হয়েছে।
কার্চ এলাকার যে শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটেছে সেটি একটি টেকনিক্যাল কলেজ। সেখানে কিশোর-কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়।
ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। এর প্রতিবাদে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত কার্চ।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইন্টারফাক্স নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বার্তা সংস্থাগুলো।
Leave a Reply