ফোকাস নিউজ:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিবন্দ্বী হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমদ। তিনি প্রত্যেহ বিভিন্ন এলাকা ঘুরে তাদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করছেন; পাশে দাঁড়াচ্ছেন অসুস্থজনদেরও। এ কারণে এলাকার সকলের কাছে পরম বন্ধুর খেতাবও অর্জন করেছেন তিনি।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বুধবার সকাল থেকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের শিমুলতলা নোয়াগাওঁ উত্তরপাড়া (শান্তিপুর), শিমুলতলা, শিমুলতলা হাওর, তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রাম এবং উত্তর রনিখাই ইউনিয়নের লামা ডিসকীবাড়ী গ্রামের অসহায় প্রতিবন্দ্বী হতদরিদ্র ৫০জন লোকের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন। এসময় তিনি এলাকার মুরব্বিয়ান, যুবক,ও ব্যবসায়ীদের সাথে নির্বাচনী গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসুস্থ নুরুল হককে দেখতে যান তার বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তাছাড়া পাড়ুয়া বদিকোনার অসুস্থ এক মহিলাকে দেখতে গিয়ে নগদ অনুদান তুলে দেন তিনি।
এদিকে, বুধবার সকালে তার পাড়–য়াস্থ বাসভবনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এসময় তাদের সাথে আগামী উপজেলা পরিষদ নির্বাচনী মতবিনিময়ও করেন তিনি।
এ সময় মামুনুর রশীদ মেম্বার, আবুল কালাম, শাব্বির আহমদ, মাসুক মিয়া, সমর আলি, ছমক আলি। দস্তগীর আলী, রফিক আহমদ, শইবুর আহমদ, জমির হোসেন, এখলাছ আলী, কবির আহমদ, আকির আহমদ, করম আলি, শাহ জামাল, হেলাল আহমদ, ছমছুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply