ফোকাস ডেস্ক:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেনের ৫ দফা দাবি বিএনপি-জামায়াত রক্ষার ঢাল। অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক নেতা বা কর্মী বলে চালানোর প্রবনতা দুঃখজনক। তিনি বলেন, খালেদা জিয়াসহ দণ্ডিত অথবা বিচারাধীন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক তকমা দেয়া গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলির শামিল। কারাবন্দি কয়েদীকে বের করে আনার দাবি অগণতান্ত্রিক।
রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কারাগারে কোনো রাজনৈতিক বন্দি নেই। খালেদা জিয়া রাজনৈতিক বন্দি নন। তিনি আদালতের রায়ে দণ্ডিত সাজাপ্রাপ্ত কয়েদী। বিএনপি জামায়াতের দুস্কর্ম আড়াল করতে গিয়ে ড. কামাল নিজের মুখোশ খুলে ফেলেছেন।
1.কামালের ৫ দফা বিএনপি-জামায়াত রক্ষার ঢাল
ইনু বলেন, ড. কামাল হোসেন-বি. চৌধুরীরা বিএনপি জামায়াতকে রাজনৈতিক ময়দানে পুর্ণবাসনের প্রকল্প হাতে নিয়েছে। বিএনপির সঙ্গে বি. চৌধুরীদের ঐক্য গণতন্ত্র উদ্ধারের নয়। এই ঐক্য মূলত দণ্ডিত খালেদাকে দম ফেলার সুযোগ করে দেয়া। রাজনীতিতে তাকে হালাল করার প্রক্রিয়ার নামই জাতীয় ঐক্য।
তিনি আরো বলেন, ভোটের আগে শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় সরকার ব্যবস্থা এবং সংসদ বাতিলের দাবি সাংবিধানিক শূণ্যতা তৈরির পাঁয়তারা।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিরপুর উপজেলার জামে মসজিদের ঈমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.জামাল আহমেদ।
Leave a Reply