ফোকস নিউজ :: সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যনসহ আটক ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২, তারিখ: ০৩/৯/২০১৮ ইং। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামে ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ কাওছার আহমদের বাড়ি (নিজকরনসী) গ্রামে একটি বৈঠক থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ মতাহির আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গোয়ালাবাজার ইউপি বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ কাওছার আহমদ, উপজেলা বিএনপি নেতা কয়েছ চৌধুরী, আবুল কালাম, ইরশাদ রশিদ জিলু, সিরাজুল ইসলাম, হাদিস খান, আব্দুল মান্নান, সার্জন মিয়া, কমরু মিয়া, শরিফ আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা রকিব আলী, আতিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ পারভেজকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply