সিলেট ডেস্ক:: শাহ্খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এসকে শাহীন কে গত ২৭ আগষ্ট তার নিজ বাসা থেকে গ্রেফতারের তিব্র নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়ে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে শাহ্খুুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিল টি কলেজ গেইট থেকে শুরু হয়ে তেমুখি পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।প্রধান অথিতি তার বক্তব্যে বলেন,
অবৈধ ভোটারবিহীন সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিরোধী দলের নেতাকর্মিদের হামলা,মামলা গুম,গুন ও গুপ্ত হত্যার মত ঘটনা প্রায় ঘটাচ্ছে।তিনি আরও বলেন, রাজনৈতিক ভাবে হয়রানি করে শহীদ জিয়ার সৈনিকদের গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে দুরে রাখা যাবে না।তিনি এসকে শাহীন কে গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্তে মুক্তি দাবি করেন। শাহ্খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ সভাপতি সুয়েব আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক কামরান আহমদের পরিচালনায় মিছিল ও পরবর্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৈসুম,মোঃ মকসুদ আহমদ,জেলা ছাত্রদলের সদস্য শাহ আলম,কামাল হোসেন,সাইফুল আলম,জুবেল আহমদ,ছদরুল ইসলাম লোকমান,এস এম ফখরুল ইসলাম,মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম,শাহ্খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান মাহমুদ,প্রচার সম্পাদক মুন্না তালুকদার,সদস্য রনি মিয়া,জুয়েল আহমদ,আলমগীর আলম,রাসেল আহমদ,সৈয়দ মিনহাজ,ইবনে জাহান তানভীর,সাজ্জাদ আহদম,হেলাল আহমদ,আলিবুর রহমান,মইনুল হক,সহ নেতৃবৃন্দ।
Leave a Reply