নিউজ ডেস্ক :: সিলেট,শাহ্খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এসকে শাহীনের উপর থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত প্রতিহিংসা মূলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাহ্খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মিছিলটি কলেজ গেইট থেকে শুরু হয়ে তেমুখি পয়েন্ট এসে সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়।ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক কামরান আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গনতান্ত্র পুনরুদ্ধারের বীর সৈনিক এসকে শাহীনের উপর মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বড় ভাই করিম কে গ্রেফতারের সমালোচনা করেন।
তিনি বলেন,অবৈধ ভোটাবিহীন সরকার বিরোধী দলের নেতা কর্মিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।তারি প্রেক্ষিতে এসকে শাহীন কে মিথ্যা হত্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দুরে রাখার চেষ্টা করছে অবৈধ সরকার।তিনি অবিলম্বে এসকে শাহীনের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
অন্যানদের মাজে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল আহমদ মাছুম,কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাইম উদ্দিন সাকিল,যুগ্ম আহবায়ক,রাসেল আহমদ,জেলা ছাত্রদল নেতা পাবেল আহমদ,আলিউর রহমান,মুন্না তালুকদার,জুয়েল আহমদ,আইকে শিমুল,আলমগির আলম,রেদুয়ান আমিন জয়,রনি চৌধুরি,হাসান আহমদ,আব্দুল সালাম সহ নেতৃবৃন্দ।
Leave a Reply