ফোকাস নিউজ:: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থী ইলিয়াছুর রহমান ইলিয়াছ‘র ঝুড়ি মার্কায় গণসংযোগ ও লিফলেট বিতরণ চলচ্ছে। বছরের হিসেব-নিকেশ চলমান কিন্তু মানুষ থেমে থাকে না। পেছন ফিরে তাকালেও সামনেই তার গন্তব্য। ভবিষ্যেক নিয়েই তার ভাবনা-চিন্তা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নড়ে চড়ে বসেছেন সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর ও সাবেক কাউন্সিলরসহ নতুন প্রার্থীরা। আর ভোটাররা ব্যস্থ হিসাব নিকাশ মেলাতে। বর্তমান কাউন্সিলর গত নির্বাচনের পূর্বে স্থানীয় জনগণকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কতটুকুই বা তার বাস্তবায়ন ঘটেছে তারই হিসাব নিকাশ করছেন ওয়ার্ডবাসী।
সিলেট সিটি কর্পোরেশন এর ৮নং ওয়ার্ড এর বর্তমান মো: ইলিয়াছুর রহমান ইলয়াছকে। শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি , সালিশ বিচারের প্রাণ পুরুষ, এলাকার অবকাঠামো উন্নয়নে তাঁর অবস্থান আদর্শকে সামনে রেখে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের প্রথম বারের নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তার স্বপ্নের ওয়ার্ড গড়তে তিনি কাজ করছেন নিরলস ভাবে। গত ৫ বছরে ওয়ার্ডের অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় ভোটাররা আবারও তাকে মূল্যায়ন করবেন বলে আত্মবিশ্বাসী কাউন্সিলর ইলিয়াছ । সে জন্য উন্নয়ন আর আদর্শগত দিক দিয়েও সিটি কর্পোরেশনের মধ্যে এই ওয়ার্ড শীর্ষে।
এই ওয়াডের একবারের নির্বাচিত সৎ, যোগ্য ও জনপ্রিয় কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ এর হাত ধরে এলাকার সর্বত্র উন্নয়নের ছোঁয়া। ওয়ার্ডের ভিতরে একটি রাস্তাও ভাঙ্গা কিংবা কাঁচা নেই। জলাবদ্ধতা নেই। নিপুণ এই কারিগর তিলে তিলে ৮ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে রূপান্তরিত করেছেন। আগামী ৩০ জুলাই এভারও ওয়ার্ডবাসী কাউন্সিলর পদে নির্বাচিত করবেন ওয়ার্ডবাসীর বিশ্বাস,
Leave a Reply