আন্তর্জাতিক ফোকাস ডেস্ক:: ইরানে যাত্রীবাহী বাস ও জ্বালানিবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে অন্তত ১৩ নিহত ও নয়জন আহত হয়েছে। বুধবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সি বলেছে, বুধবার খুব সকালে রাজধানী তেহরান থেকে প্রায় চার শ কিলোমিটার পশ্চিমে কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ শহরে আলকাতরাবাহী একটি ট্যাঙ্কার একটি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়।
হাইওয়ে পুলিশ বলছে, ট্যাঙ্কার বাসটিকে ধাক্কা দিলে দুটো গাড়িতেই আগুন ধরে যায়। বাসটিতে থাকা দুইজন চালকের মধ্যে একজন বেঁচে গেছেন। তিনি জানান, যাত্রী নেওয়ার জন্য বাসটি দাঁড়ানো ছিল। এ সময় হঠাৎ করে ট্যাঙ্কারটি তাতে ধাক্কা দেয়।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, ট্যাঙ্কারটির ব্রেক ফেল করায় সেটি বাসকে ধাক্কা দেয়।
কুর্দিস্তান প্রদেশ এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে।
Leave a Reply