আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জন হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে সংস্থাটি ৮৪৪ জনের মৃত্যু নিশ্চিত করেছিল। কিন্তু মঙ্গলবার সে সংখ্যা বেড়ে ১২০০ হলো।
প্রসঙ্গত, গত শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আঘাত হানে সুনামি, যার প্রভাব পড়ে দেশটির উপকূলীয় শহর পালুতেও।
বিবিসি বলছে, দুর্যোগকবলিত এলাকার মানুষের মধ্যে এখন খাবার, জ্বালানি ও পানিও সংকট দেখা দিয়েছে।
ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু জীবিত অবস্থায় আছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ইন্দোনেশিয়ার রেড ক্রসের কর্মকর্তারা বলেছেন, জোনুজ চার্চ ট্রেনিং সেন্টারের ধ্বংসস্তূপ থেকে ৩৪ জন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুনামির পর ভূমিধসে চাপা পড়ে ওই চার্চটি। এ সময় সেখানে ৮৬ জন শিক্ষার্থী ছিল। বাকি ৫২ জন শিক্ষার্থীর অবস্থা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
সংস্থাটির মুখপাত্র রিদওয়ান সবরি বলেন, কাদার অবস্থা ভয়ংকর। আমরা দেড় ঘণ্টা হেঁটে ঘটনাস্থলে এসেছি।
নিহত শিক্ষার্থীদের পরিচয় কিংবা বয়সের ব্যাপারে এখনও জানা যায়নি বলে জানান তিনি।
পালু শহরে ধসে পড়া চার তলা একটি হোটেলে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। রোয়া রোয়া নামের ওই হোটেলটি ধসে পড়ার সময় সেখানে ৫০ জন লোক ছিল। তার মাত্র তিনজন জীবিত বের হতে পেরেছে। এ ছাড়া ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের অবস্থা এখনও জানা যায়নি।
Leave a Reply