আন্তর্জাতিক ডেস্ক:: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রশাসন প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে আবার একইসঙ্গে ইরানের জনগণের ওপর চাপও সৃষ্টি করে যাচ্ছে দেশটি।
১৯৮০ সালে ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট রুহানি শনিবার এক অনুষ্ঠানে বলেন, যে কোন পরিস্থিতিতে ইরানের জনগণ অর্থনৈতিক সংকট ও মার্কিন চাপ মোকাবেলা করবে।
মার্কিন নেতাদের উদ্দেশ ড. রুহানি করে বলেন, “এমন কোনো পক্ষ বা ১৫ দিন যায় না যখন আমেরিকা থেকে আমাদের কাছে বার্তা না আসে। আমরা যেকোনো কিছুর জন্যই আলোচনা চাই এবং আমরা ইস্যুগুলোর সমাধান চাই। ইরানের জনগণ মার্কিনীদের আস্থায় আনতে পারছেনা বলেও উল্লেখ করেন ড. রুহানি।
প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা ইরানের ওপর অর্থনৈতিক ও প্রচার যুদ্ধ চালাচ্ছে তবে মার্কিন নেতারা যদি মনে করে থাকেন যে চাপের কাছে নতিস্বীকার করবে ইরান, তাহলে তারা ভুল করছেন।
ইরাকের সাবেক শাসক সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধ সম্পর্কে ড. রুহানি বলেন, ”ইরান এখন আরেক যুদ্ধক্ষেত্রে রয়েছে; সে যুদ্ধ অর্থনীতির যুদ্ধ। আমরা এখন সবাই যুদ্ধের ময়দানে রয়েছি।”
Leave a Reply