ফোকাস নিউজ:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত এবং ২০ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীক এর মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরে গনসংযোগ করেছে সিলেট জেলা সম্মিলিত পেশাজীবি পরিষদ।
বুধবার দুপুরে নগরের সুরমা পয়েন্ট থেকে গণসংযোগ শুরু করে কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন সড়কের ক্রেতা-ব্যবসায়ী ও পথচারীদের কাছে সদ্য সাবেক মেয়র আরিফুল হকের উন্নায়ন মূলক কর্মের চিত্র তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পেশাজীবি পরিষদরে আহবায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, ডা. মুসাদ্দেক চৌধুরী, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট মো. আতিকুর রহমান সাবু, বদরুল আহমদ চৌধুরী, মহসিন আহমদ চৌধুরী, ইকবাল আহমদ, তানভির আখতার খান, মো. ফজলে রাব্বি, অধ্যাপক মাহমুদুল আলম মারুফ, সাংবাদিক বদরুদ্দোজা বদরসহ বিভিন্ন পেশাজীবিবৃন্দ।
Leave a Reply