ফোকাস নিউজ :: অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের খেদমত করে যেতে চাই। সিলেট নগরবাসীর জন্য একটি আদর্শ নগরী গড়ে তুলতে আপনাদের সমর্থন প্রয়োজন। আশা করছি সবাই সহযোগিতা করবেন।
কথাগুলো বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
মঙ্গলবার সাড়ে ১১টার দিকে দরগাহ এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর সময় তিনি সমবেত নাগরিকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন।
আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পাওয়ার পরপরই কামরান ছুটে যান হযরত শাহজালাল (র.) এর মাজারে। জেয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে শুরু করেন নির্বাচনী প্রচারণা।
এর আগে সকালে তার প্রতীক ঘোষণা করা হয়।
এসময় কামরানের সাথে ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply